পরিচিতি
বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সেক্টরের অব্যাহত সংস্কার/পুনর্গঠন কার্যক্রমের আওতায় বিদ্যুৎ বিতরণ পদ্ধতি পরিচালন ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন ও গুণগত মান পরিবর্তনের লক্ষ্যে কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় সরকারি মালিকানাধীন দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর যাত্রা শুরু হয়।
- পাবলিক লিমিটেড কোম্পানি গঠনঃ ৩ নভেম্বর ১৯৯৬
- বাণিজ্যিক কার্যক্রম শুরুঃ ২৪ সেপ্টেম্বর ১৯৯৮
- শেয়ার মার্কেটে তালিকাভূক্তিঃ ১৮ জুন ২০০৬
- বিইআরসি থেকে লাইসেন্স প্রাপ্তিঃ ১৫ নভেম্বর ২০০৭
- অথরাইজড ক্যাপিটালঃ ২০০০ কোটি টাকা
- পেইডআপ ক্যাপিটালঃ ৩৯৮ কোটি টাকা
- বিক্রয় ও বিতরণ বিভাগঃ ২৪ টি
পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
ডেসকোর Articles of Association অনুযায়ী বর্তমানে ১২ (বার) সদস্যের বোর্ড দ্বারা ডেসকো পরিচালিত হচ্ছে। তন্মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব জনাব এ. টি. এম. মোস্তফা কামাল কোম্পানি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাওসার আমীর আলীর নেতৃত্বে ও নির্বাহী পরিচালক (এইচ.আর), নির্বাহী পরিচালক (সংগ্রহ), নির্বাহী পরিচালক (অপারেশন), নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) ও নির্বাহী পরিচালক (প্রকৌশল) এর তত্ত্বাবধানে আনুমানিক ১৮৬০ জন নিয়মিত কর্মকর্তা ও কর্মচারী ডেসকো'র আওতাধীন এলাকার প্রায় ১১ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করে যাচ্ছে।
ডেসকো আওতাধীন এলাকা
মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলসহ প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিঃ এর আওতাভূক্ত।

ডেসকো'র বিগত ১২ বছরের অর্জন
ক্রম | বিবরণ | জুন ২০০৯ | জুন ২০২১ |
---|---|---|---|
১ | গ্রাহক সংখ্যা (জন) | ৪,১৫,৮৪২ | ১০,৮১,৮৪৭ |
২ | প্রি-পেমেন্ট/স্মার্ট মিটার (সংখ্যা) | ৯,৭৫৫ | ৫,৬২,৮৯২ |
৩ | সিস্টেম লস (%) | ৯.৭৯ | ৫.৫৮ |
৪ | বকেয়ার সমমাস | ২.৭৩ | ১.৪ |
৫ | ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র (সংখ্যা) | ২ | ৫ |
৬ | ৩৩/১১ কেভি উপকেন্দ্র (সংখ্যা) | ২১ | ৫৪ |
৭ | ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতা (এমভিএ) | ৭৬০/১০৬৪ | ২৯২০/৪০৮৮ |
৮ | সর্বোচ্চ চাহিদা (মেগাওয়াট) | ৫৪৫ | ১০৭৬ |
৯ | ১১ কেভি ফিডার (সংখ্যা) | ২১১ | ৪৪৭ |
১০ | বিতরণ লাইন (কিঃমিঃ) | ৩১৩৭ | ৫৪৭৫.৭৯ |
চলমান প্রকল্প সমূহ
ক্রম | প্রকল্পের নাম | বাস্তবায়ন সময়সীমা | সরকারী ও বৈদেশিক ঋন সহায়ক সংস্থা |
---|---|---|---|
১ | অগমেন্টেশন এন্ড রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন ডেসকো এরিয়া | ডিসেম্বর ২০২০ | ADB |
২ | কনস্ট্রাকশন অব ১৩২/৩৩/১১ কেভি গ্রীড সাবস্টেশন ইন ডেসকো এরিয়া | জুন ২০২০ | ADB |
৩ | ডেসকো এলাকায় সুপারভাইজরি কন্ট্রোল ও ডাটা একুইজিশন (স্ক্যাডা) সিস্টেম স্থাপন | জুন ২০২১ | ADB |
৪ | ডেসকো এলাকায় ৩৩ কেভি ভূগর্ভস্থ কেবল স্থাপন, ক্ষমতা বর্ধন ও রুপান্তর | জুন ২০২১ | ADB |
৫ | উত্তরা ও বসুন্ধারা ১৩২/৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন ও পুনর্বাসন | জুন ২০২০ | AIIB |
৬ | ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবারহ ও স্থাপন প্রকল্প | ডিসেম্বর ২০২১ | GoB |
৭ | ভূ-গর্ভস্থ ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ (গুলশান) | ডিসেম্বর ২০২৩ | JICA |
৮ | টঙ্গী ৩৩ কেভি সাবস্টেশন AIS হতে GIS এ রুপান্তর | অক্টোবর ২০২০ | DESCO |
৯ | ডেসকো'র প্রধান কার্যালয় ভবন নির্মাণ | জুন ২০২৩ | DESCO |
১০ | ডেসকোতে GIS Mapping বাস্তবায়ন | আগস্ট ২০২১ | DESCO |
বিস্তারিত ইতিহাস